চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে আবার একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার লিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ট্রাক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল টনিক, ছাত্রনেতা আসলাম হোসেন অর্ক প্রমুখ।
