সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ২৬, গ্রেপ্তার ৭

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার মহল্লাবাসীর মধ্যে ডে-নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। যৌথ বাহিনী এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে।

সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েকদিন ধরে পৌর এলাকার মালশাপাড়া ও হোসেনপুর মহল্লার যুবকদের মধ্যে ডে-নাইট ফুটবল খেলা চলছিল। এ ফুটবল ম্যাচ খেলা নিয়ে উভয় মহল্লার মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে চান্দা আলি মোড় এলাকায় উভয় মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র, বাটুল ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় মধ্যেরাত পর্যন্ত চলা এ সংঘর্ষ পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়, উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রশস্ত্র। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।