সিরাজগঞ্জে বৃদ্ধাকে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার চকবরু ভেংড়ী গ্রামের বৃদ্ধা সন্দেশ বেওয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী (৮৫)।

এ নির্মম ঘটনায় জড়িত নাতি সজীব আলীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের আহমদ আলীর ছেলে এবং নিহতের নাতি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকার শুনতে পায় পরিবারের লোকজন। তারা ওই ঘরে প্রবেশ করে বৃদ্ধার গলা কাটা লাশ দেখতে পায়।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জড়িত নাতি সজীবকে গ্রেফতার করা হয়। বৃহস্প্রতিবার দুপুরে নিহতের লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় ওই যুবক দাদিকে হত্যা করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।