রাজনগরে মনু নদের বাঁধে আকস্মিক ভাঙন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২১:২৪ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার রাজনগরে মনু নদের বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। রাজনগরের টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় হঠাৎ ভাঙন দেখা দেয়। মনু নদীর তীর রক্ষায় সরকারের হাজার কোটি টাকা ব্যয় করলেও তা বিফলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে গণেশপুর এলাকায় বিকট আওয়াজ পেয়ে এলাকাবাসী ঘর থেকে বের হন। তারা নদের কাছে গিয়ে দেখেন বাঁধের কিছু অংশ ধসে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জাহুরা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ ভাঙন কবলি এলাকা পরিদর্শন করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, মনু নদের ওই স্থান থেকে অধিক পরিমাণে বালু উত্তোলনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গেল স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়া বলেন, আমরা এই নদের পাড়ে বসবাস করি। আমার একটি বাড়ি এই নদ ইতোমধ্যে নিয়ে গেছে, এবার আরেকটি বাড়ি বিলীন হওয়ার পথে। বাঁধে ধস দেখা দিয়েছে।
অন্য বাসিন্দা রুহেল মিয়া বলেন, আমার বাড়িও নদের পাড়ে তাই বাঁধে ভাঙন বৃদ্ধির শঙ্কায় আমি রাত থেকে আতঙ্কে রয়েছি।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি ভাঙন এলাকা দেখে এসেছি। মনু নদের সামনে চর দেখা দিয়েছে তাই নিচের দিকে দেবে যাওয়ায় ওই ভাঙন দেখা দিয়েছে।
