চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় রাইফেল ও ধারালো দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের ঠান্ডুর ছেলে তারিফ হাসান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে, আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্প ও থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসী রুহুল আমিন ও তারিফ হাসানকে আটক করে।
এ সময় রুহুল আমিনের বাড়ি থেকে দুটি রাইফেল, রাইফেলের স্কোপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটকের পর আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
