সিরাজগঞ্জে ২’শ গ্রাম হেরোইনসহ গৃহবধূ গ্রেপ্তার

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২১:৩৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গৃহবধূ নিলা আক্তার কনা (২৫) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি একই এলাকার মাসুমপুর মহল্লার মুনসুর শেখের স্ত্রী।

ওসি (ডিবি) একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় বুধবার সন্ধ্যায় ডিবির এসআই শারফুল ইসলামসহ একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে মিরপুর ওয়াপদা বাজারে ভাই ভাই স্টোরের সামনে থেকে নিলা আক্তার কনাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগে দুইটি স্বচ্ছ পলিথিনে প্যাকেটকৃত অবস্থায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জানা গেছে, তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের মিরপুর মহল্লায় বসবাস করে আসছিলেন এবং দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।