দুর্গাপুরে ৬ কৃতি শিক্ষার্থীকে প্রতিভা কোচিংয়ের সংবর্ধনা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিভা কোচিং সেন্টারের আয়োজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন এবং জিপিএ-৪.৬৭ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে পৌরশহরের বাগিচা এলাকায় কোচিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—ফারদিয়া আলম খান, কামরুন নাহার নিশি, শামস আল রাব্বি, হুমায়রা জাহান এবং সাদিয়া আফরিন মীম।

এ সময় কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ্ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র, কোচিং সেন্টারের শিক্ষক মনিকা পাল, তরুণ সাহা, মানবেন্দ্র তাপস, আকাশ সরকার ও এমদাদুল হাসান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থী কামরুন ফারদিয়া আলম খান বলেন, “আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, যিনি জিপিএ-৫ পেতে আমাকে সহযোগিতা করেছেন। পরিশ্রম কখনোই বৃথা যায় না। এসএসসি’র চেয়ে এইচএসসিতে সময় কম থাকে, তবে সিলেবাস এবং শিক্ষকদের নির্দেশিত পাঠ নিয়মিত সম্পন্ন করা গেলে ভালো ফলাফল আসবেই। অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য আমি শিক্ষার্থীদের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণায় আমি সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।”