নোয়াখালীর বেগমগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারের আমান উল্লাহ খান কিন্ডারগার্টেন স্কুল মাঠে গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক ও বিএনপি নেতা কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও গোপালপুর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও গোপালপুর ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সেলিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আজিজুল ইসলাম কিরণ, মিজানুর রহমান, ফজলে আজিম বচন, নুর হোসেন, সামছুল ইসলাম শিবলি, গোলজার হোসেন, সালাহ উদ্দিন, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন মাইন, জায়েদুল ইসলাম রাসেল, ছাত্রনেতা রাকিবুর রহমান সম্রাট, জাকির মাহমুদ, মোহাম্মদ মহসিন, নাইমুল ইসলাম প্রভাত, মনছুর আহমেদ সুমন, মহি উদ্দিন রুবেল, মোহাম্মদ শিপন, যুব নেতা মোহাম্মদ রানা ও মোহাম্মদ ফিরোজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।
