‘গণভোটে রায় আসলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে’

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ডিসেম্বরে জেলা, উপজেলাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডে এনসিপির কমিটি গঠিত হবে।

আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা এগারোটায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা ও উপজেলার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান শেষে দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে শাপলা প্রতীক দাবিসহ বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবীতে রাজপথে আন্দোলনে যাবে।

এসময় তিনি বলেন, আমরা মনে করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। তাই নতুন প্রজন্মের তরুণদের দল এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। জুলাই সনদ প্রশ্নে আমরা এখনো আপোষহীন। অন্যান্য দল শুধুমাত্র নির্বাচনমুখী আচরণ করে, জুলাই সনদে স্বাক্ষর করেছে। যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি করা হবে, গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে, সেদিন এনসিপি স্বাক্ষর করবে।

অপর এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এনসিপি আগামী নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে জোট করার আলোচনা করছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) সাঈদ উজ্জ্বল ও কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা।