চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাল্টা বাগানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন আহমেদ দামুড়হুদা উপজেলার পারকৃষ্ঠপুর মদনা ইউনিয়নের মদনা পশ্চিম পাড়ার আব্দুস সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে জীবন আহমেদ ছয়ঘরিয়া গ্রাম থেকে মোটরসাইকেল যোগে দশনা বাজারে আসার পথে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছায়। এই সময় একটি ছাগল রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন বলেন, “দুপুরের দিকে জীবন আহমেদ নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা হলেও হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

নিহতের চাচা বলেন, “আমি শুনতে পাই আমার ভাতিজা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটি আসি। এখানে এসে জানতে পারি, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আমার ভাইদের ছয়ঘড়িয়া বাজারে মুদি দোকান আছে। জীবন ওই দোকানেই থাকত। দোকানের মাল কিনতে দর্শনায় যাচ্ছিল, পথে ছাগলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।”

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”