ধানের শীষ মার্কায় ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বুলুর
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০:২৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, যারা নিবার্চন বানচাল করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তিনি আরও বলেন, বিএনপির শুরু থেকে বিএনপির পক্ষে ছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কতুবপুর ইউনিয়নে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে মহিলাদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্যাহ বুলু বলেন, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে। সব বাধা প্রতিহত করে ধানের শীষ মার্কায় ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম প্রমুখ।
