আবু সাঈদের কবর জিয়ারতে পীরগঞ্জের নবাগত ইউএনও 

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পীরগঞ্জের শহীদ সাঈদের বাড়িতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু সহ অনেকে উপস্থিত ছিলেন।