সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭:০৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্ব চরকৈজুরি গ্রামের যুবক সিরাজুল মন্ডলকে (২৫) বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ওই উপজেলার গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবক বেশ কিছুদিন আগে প্রবাস থেকে বাড়িতে আসে এবং বাড়িতে আসার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সম্ভবত তার পরিচিত কেউ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।

বুধবার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের মুসল্লিরা ওই গ্রামের সড়কের পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।

পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং সেটি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।