ছেলের মৃত্যুশোকে মায়ের রেললাইনে ঝাঁপ, চালকের তৎপরতায় রক্ষা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের এক স্কুল শিক্ষকের অকাল মৃত্যুর শোকে তার বৃদ্ধা মা আত্মহত্যার চেষ্টা করেন। রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিতে গিয়েও শেষ পর্যন্ত ট্রেন চালকের বুদ্ধিমত্তা ও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হাজরাহাটি গ্রামের মৃত সালেহারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন, আজ সকালে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

ছেলের এমন আকস্মিক মৃত্যুতে মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং শোকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। তিনি ছুটে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশের ফার্মপাড়া রেলগেটের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি যখন দ্রুতগতিতে এগিয়ে আসছিল, ঠিক তখনই ছকিনা খাতুন রেললাইনের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন।

এসময় কর্তব্যরত ট্রেন চালক ঘটনাটির ভয়াবহতা আঁচ করতে পেরে দ্রুত জরুরি ব্রেক করেন এবং দক্ষতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেন থামার সাথে সাথেই স্থানীয় এলাকাবাসী ছুটে গিয়ে তাঁকে রেললাইন থেকে নিরাপদে উদ্ধার করেন।

চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির এসআই জগদীশ কুমার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এর আগেই স্থানীয়রা বৃদ্ধাকে সরিয়ে নেয়। ট্রেন চালকের দক্ষতা এবং স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণেই ওই বৃদ্ধা প্রাণে বেঁচে গেছেন।”