প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা, নববধূ আটক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২১:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামী আব্দুল করীমকে (২৫) গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নববধূ তানজিলাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশ-কে জানান, প্রায় এক মাস আগে নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে গাড়িচালক আব্দুল করিম পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাছেন আলীর মেয়ে তানজিলাকে বিয়ে করেন। এ বিয়ের আগে থেকেই ওই নববধূ একই গ্রামের সিএনজি চালক নাহিদের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে ছিলেন।
বিয়ের পর তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তানজিলার স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। সেই সিদ্ধান্তে তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ।
সোমবার রাতে ওই নববধূ বিশেষ কৌশলে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এতে তার পেটে জ্বালাপোড়া শুরু হলে তিনি অসহ্য যন্ত্রণায় পড়েন।
রাতেই প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতালে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই স্বামী মারা যান।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং এ ঘটনায় নববধূকে গ্রেপ্তার করেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নববধূ ঘটনাটির সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
