চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর শহরের মাছপট্টি এলাকায় বরফকলের মেশিন মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেরামতকারীসহ দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের মাছপট্টি এলাকার মায়ের দোয়া মৎস্য আড়ত ও ফল ভাণ্ডারের বরফকলের মেশিন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কুষ্টিয়া সদরের চৌড়হাস এলাকার মৃত নওশেদ আলীর ছেলে বাবু ও অপরজন সাদ্দাম হোসেন।

তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মেরামতকারী বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির মালিক পৌরসভার সাবেক কমিশনার শহিদুল কদর জোয়ার্দ্দার বলেন, বরফকলের মেশিন মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মিস্ত্রি বাবু ও আরেকজন সাদ্দাম হোসেন আহত হন। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দুপুরেই এম্বুলেন্সযোগে আমরা বাবুকে কুষ্টিয়ায় নিয়ে গিয়েছি। আর সাদ্দাম হোসেন সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ আহমেদ বলেন, বরফকলের মেশিন মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হওয়ায় বাবুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আহত সাদ্দাম হোসেন চিকিৎসা নিয়ে চলে গেছেন।