সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নাগবাড়ি গ্রামে স্কুল শিক্ষক আনন্দ কুমার নাগের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার ভাইয়ের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে স্থানীয় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ঘর থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয় এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে স্কুল শিক্ষক আনন্দ কুমার নাগ ও তার ভাই ব্যবসায়ী উজ্জ্বল কুমার নাগের বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩টি ঘরের স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। 

এদিকে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা, স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করাসহ সহানুভূতি প্রকাশ করেছেন।