কমলগঞ্জের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ঢাকায় গ্রেপ্তার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের ডাকাতি মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। র‌্যাব বলছে তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।   

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৯ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিসি-২, মৌলভীবাজার) ও র‌্যাব-১০ (সিপিসি-১, ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও কমলগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি ছয়দুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামের আইয়ুব আলীর পুত্র। 

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মে রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে কুলাউড়ার নছিরগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে পল্লী বিদ্যুৎ কর্মী অমর জিৎ চন্দ্র পাল (৪২) ও তার স্ত্রী সিএনজিতে ডাকাতদের হামলার শিকার হন। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে ১০-১৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রী ও চালকদের ওপর হামলা চালায় এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে কমলগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।