সিরাজগঞ্জে ব্যক্তিগত জায়গায় প্রকল্প স্থগিত করল প্রশাসন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের ব্যক্তিগত জায়গায় পরিষদের উন্নয়নের প্রকল্প কাজের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রকল্পের কাজ স্থগিত করেছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক রহমানের বাড়ি থেকে হোসেন হাজীর বাড়ি পর্যন্ত ব্যক্তিগত জায়গায় রাস্তা নির্মাণে এ প্রকল্প নেয়া হয়। এ জায়গার ওয়ারিশ সূত্রে মালিক শহীদুল ইসলাম গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, ২৭৪ নং খতিয়ানের ২৬০ নং দাগ ও আর এস ৫৮ নং খতিয়ানের ২৬১ দাগ নিয়ে কোর্টে বাটোয়ারা মামলা চলমান রয়েছে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য একটি মহল ওই জায়গায় রাস্তা নির্মাণের প্রকল্প দেওয়া হয়।   

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সোনাখাড়া ইউনিয়নের ইউপি মেম্বারকে তদন্ত সাপেক্ষে ওই প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের নির্দেশে ওই প্রকল্পের জায়গা পরিদর্শন করা হয়েছে এবং রাস্তা নির্মাণের প্রকল্প স্থগিত করা হয়েছে।