চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

শীত প্রায় আসন্ন। শীতকালীন সবজি বন্দর নগরীর কাঁচাবাজারগুলোতে পাওয়া গেলেও এসব সবজির দাম চড়া। অন্যদিকে শীতকালীন সবজি ছাড়া অন্যান্য সবজির দাম ক্রেতাসাধারণের নাগালের মধ্যেই আছে। নগরীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। পুরোদমে শীত আসলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, বহদ্দারহাট ও চকবাজারের বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
নগরীর কাজির দেউরি কাঁচা বাজারে সবজি কিনতে আসা গৃহিণী আসমা আক্তার জানান, দুই একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি এখন ৪০ থেকে ৬০ টাকার ঘরে, যা আগে ছিল ৮০ থেকে ১২০ টাকায়। মূলত শীত আসছে, তাই সবজির দাম কমছে। গত কয়েক মাস ধরে সবজির দাম অতিরিক্ত থাকায় বহু মানুষের সবজি কিনতে হিমশিম খেতে হয়েছে। এদিকে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি।
বাজার ঘুরে দেখা যায়, বাঁধাকপি মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, শিম ২৫০ থেকে ২৬০ টাকা, শীতকালীন সবজি মূলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি কেজি দরে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়ো ৪০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ১৪০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, দেশি শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, পটল ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ ৮০ থেকে ৯০ টাকা, চালকুমড়া ৭০ থেকে ৮০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। শাকের মধ্যে কচুশাক ৪০ টাকা, মিষ্টিকুমড়া শাক ৫০ টাকা, পুঁইশাক ৪০ টাকা ও লালশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দেশি মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। কক মুরগি ২৬০ থেকে ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
গরু ও মহিষের মাংষ বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৯৫০ টাকায়। আর খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
ফার্মের ডিম ডজন প্রতি ১৩৫ টাকা এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২২০ টাকায়।
বাজারে বাগদা চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা, গলদা চিংড়ি ৮৫০ ও ছোট চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রুই ৪৫০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা মাছ ৩৬০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোরাল মাছ ৭০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, সিলভার কার্প ২৫০, পাবদা ৪০০, রূপচাঁদা ৮৫০ ও টেংরা ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
