দিনাজপুরে ঝড়বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের ১৩টি উপজেলায় তিন দিনের (বৃহস্পতি, শুক্র ও শনিবার) ঝড় বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের বেশিরভাগ ক্ষেতই নষ্ট হয়ে গেছে।

সরজমিনে বিভিন্ন এলাকার আমন ধানের মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের। বাতাসে নষ্ট হয়েছে মাঠের পাকা আমন ধানের। এদিকে এমন ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

দিনাজপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় ২ লক্ষ ৬০ হাজার ৮৬০ হেক্টর জমিতে আগাম জাতের সহ  রোপা আমনের আবাদ হয়েছে। এ পর্যন্ত ৫০ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান কর্তন হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমন মৌসুমে কৃষককে সরকারি প্রণোদনা (বীজ ও সার) দেওয়া হয়েছে। জমিতে ধান ভালো হলেও বৃষ্টি-ঝড়ের কারণে ধান গাছগুলো হেলে পড়েছে। ধানের শীষে যে দানা রয়েছে তা এখনো শক্ত হয়নি। অনেক ধান চিটা হয়ে যাবে। আর যে ফলন হওয়ার কথা ছিল তাও কমে যাবে।

কিন্তু বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে তারা চিন্তিত। এতে উৎপাদনের ওপর কোনো প্রভাব পড়বে না এমনটাই জানান কৃষি অফিস।

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তর বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আমন ধানের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। কৃষি বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ছাড়াও বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই এই দুর্যোগ কেটে যাবে।