সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বন্ধ হল সোনামুখী মেলা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলা যৌথবাহিনীর অভিযানে বন্ধ করা হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ হলেও মেলা চলায় অবশেষে যৌথবাহিনীর অভিযানে এ মেলা বন্ধ করা হয়।

কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসন থেকে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ওই মেলার অনুমোদন দেওয়া হয় মেলা কমিটিকে। এ অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরও এ মেলা চালায় আয়োজকরা। এ বিষয়ে মেলা কমিটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে মেলা কমিটি মেলা চালাতে থাকে। অবশেষে শুক্রবার দুপুরের দিকে সেনা, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ওই মেলায় উচ্ছেদ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

অভিযানে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের পক্ষে ৩ জন তাদের অপরাধ স্বীকার করেন। এ অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন তারা।

এছাড়া মেলায় বিভিন্ন পণ্য ব্যবসায়ীদের মালামাল দ্রুত সরিয়ে নেয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।