গাইবান্ধায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় পালাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:৫৬ | অনলাইন সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ঘটনার পালাতক আসামি আনারুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধুশাহের আস্তানা নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন সরকার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শুক্রবার তাকে গ্রেপ্তার করে।”

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, জিজ্ঞাসাবাদে আনারুল ইসলাম এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে শনিবার বিকেলে গাইবান্ধায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর (শনিবার) বিকেলে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে আনারুল মিয়ার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে শিশুটি হাঁটতে হাঁটতে বের হয়ে আসে। এসময় তার স্বজনরা জিজ্ঞাসা করলে শিশুটি জানায়, তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে আনারুল বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন করে। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।