মায়ের কাছে টাকা না পেয়ে বিষপান শিশু রাকিবের

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৫:১৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে মায়ের কাছে ১০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে বিষ পান করেছে রাকিব (১০) নামের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় দুই দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকাল দশটার দিকে গ্রামের পার্শ্ববর্তী মাঠে এই ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ শিশু রাকিব সদর উপজেলার মাকালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদী গ্রামের জমির উদ্দিনের ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে রাকিব তার মায়ের কাছে ১০ টাকা চায়। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে পার্শ্ববর্তী মাঠে গিয়ে রাকিব বিষ পান করে। এর কিছুক্ষণ পর বাড়ি ফিরে রাকিব মাকে বলে, ‘আমি মারা গেলে কি হবে? আমি বিষ পান করেছি।’

এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকালে রাকিব নামে এক শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, তার পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, সে কোনো বিষাক্ত জাতীয় পদার্থ খেয়েছে। দ্রুত পাকস্থলী ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বর্তমানে শিশুটি মেডিকেল ওয়ার্ডে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক।