লঞ্চ আটকে গেছে ডুবচরে: রাতে ডাকাত আতঙ্কে যাত্রীরা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের একটি যাত্রীবাহী লঞ্চ গজারিয়া এলাকায় ঢাকা যাওয়ার পথে ডুবচরে আটকে গেলে রাতে ডাকাত আতঙ্কে কান্নাকাটি করতে থাকেন যাত্রীরা। কেননা ঘন কুয়াশায় রাতে এ রুটে পূর্বেও ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১ নভেম্বর) রাত ১১টায় লঞ্চ ডুবচরে আটকে থাকার তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য।

জানা যায়, বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় বোগদাদিয়া-৭ লঞ্চটি। পরে রাত ৮টায় ঝড়ের কবলে ও ঘন কুয়াশায় গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবচরে আটকা পড়ে লঞ্চটি। এতে লঞ্চে থাকা যাত্রীরা ডাকাত আতঙ্ক ও নানা ভয়ে থাকার খবর পেয়ে ২টি লঞ্চের মাধ্যমে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করা হয়।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, রাত ৯টার পর চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান-৫ লঞ্চ এবং এরপর ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ এসে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে। কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনো ওখানেই রয়েছে। হয়তো জোয়ার এলে ডুবচর থেকে নামানোর কাজ শুরু হবে। আমরা নৌ পুলিশকে লঞ্চটির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছি।