গৌরনদীতে ইয়াবা বিক্রির স্পট থেকে যুবদল সদস্য সচিব গ্রেপ্তার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৪০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইয়াবা সেবন ও মাদক ব্যবসায় সহযোগিতা করার অভিযোগে রবিবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় বরিশালের গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব মো. মাহাতাব সরদার (৪১) কে উপজেলার সুন্দরদী গ্রামের একটি মাদক বিক্রির স্পট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় পুলিশ মাদক সম্রাট ফরিদ সরদারের বসতঘর থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ওই গ্রামের মাদক সম্রাট ফরিদ সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক সম্রাট ফরিদ সরদারসহ তার বসতঘরের ভেতরে মাদক সেবনের আসরে অবস্থানকারী ৩/৪ জন মাদক সেবী ও ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ তখন পিছু ধাওয়া করে পৌর যুবদলের সদস্য সচিব মো. মাহাতাব সরদার (৪১)কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানা পুলিশের এসআই মো. জুয়েল হাওলাদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেপ্তারকৃত যুবদল নেতাকে সোমবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করেছে।
