বীরগঞ্জে গুড একুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বীরগঞ্জে গুড একুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওসারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আয়নাল হক।
তিনি মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষের সুস্বাস্থ্য থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মৎস্য চাষ করতে হবে। বিষমুক্তভাবে মৎস্য চাষ করতে হবে। মৎস্য চাষের আগে করণীয় হচ্ছে- পাড় ও তলা মেরামত, আগাছা দমন, রাক্ষসী ও অবাঞ্ছিত মাছ দমন, চুন-সার প্রয়োগ। এসবের পর মাছের পোনা ছাড়তে হবে। মাছের খাবার বাজারে না কিনে নিজেরাই তৈরি করলে সাশ্রয় হবে। মাছ চাষিদেরকে স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পুরবী রানী রায়, উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্যক্ষেত্র সহকারী মো. শহিদুল ইসলাম।
গুড একুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।
