ভারী বৃষ্টিতে বাড়ছে ৩ নদীর পানি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১:৩৩ | অনলাইন সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঘূর্ণিঝড় 'মোন্থা'-র প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মা নদীর পানির সমতল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে পদ্মা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানির সমতল একলাফে ৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে সোমবার জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো'র তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা গেজ স্টেশনে পানির সমতল বৃদ্ধি পায় ৮২ সেন্টিমিটার। বর্তমানে সেখানে পানির সমতল ১৭ দশমিক ৭৮ মিটার। রোববার (২ নভেম্বর) সকাল ৯টায় ছিল ১৬ দশমিক ৯৬ মিটার। রোববার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পানির সমতল বেড়েছিল ৩৬ সেন্টিমিটার। পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ৫ মিটার। আগামী তিনদিন পদ্মা নদীতে পানি বাড়তে পারে। এরপর আবারও পানি কমতে শুরু করবে।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানির সমতল বেড়েছে ২৫ সেন্টিমিটার। 

অন্যদিকে, পূনর্ভবা নদীর পানির সমতল বেড়েছে ১৯ সেন্টিমিটার। মহানন্দা নদীর বিপৎসীমা ২০.৫৫ মিটার ও পুনর্ভবা নদীতে বিপৎসীমা ২১.৫৫ মিটার।