বেলকুচিতে নিষিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২২:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা জিল্লুর রহমান মাস্টারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেলকুচি উপজেলার সড়াতৈল গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ধুকুড়িয়া বেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বেলকুচি থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামী ছিলেন জিল্লুর রহমান মাস্টার। রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, সোমবার সকালে বিশেষ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
