নকলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যদের জন্য ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান অফিস সম্পাদক মুফতী মাওলানা খাদেমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত।

ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামানের সভায় আরো বক্তব্য রাখেন বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা ফজলুল করিম ও ইউনিয়ন ওয়ার্কার সাদিয়া আক্তারসহ স্বপ্ন প্রকল্পের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী বেশ কয়েকজন নারী।

প্রধান অতিথি উপজেলা প্রজেক্ট অফিসার তাবাচ্ছুম জান্নাত জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে চারজন করে মোট ৩৬ জন করে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এ তথ্যমতে উপজেলার মোট ৩২৪ জন নারীকে স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীর আওতাভুক্ত করা হয়েছে।

এসময় গ্রাম পুলিশসহ বানেশ্বরদী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।