নোয়াখালীতে ‘সম্ভাবনার উৎসব’ অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

রঙিন স্বপ্নের বাস্তবায়নে, বাল্যবিবাহ প্রতিরোধ সহ শিক্ষা অর্জন এবং স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে সফল জীবন গড়ার লক্ষ্যে, কিশোর-কিশোরীদের সচেতনায় ও সম্ভাবনার উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেগমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর প্রতিনিধি ক্যাটরিন ব্রিন। তিনি সম্ভাবনার উৎসবে বক্তব্য রাখেন এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অ্যাকশন এইট বাংলাদেশ প্রতিনিধি মরিয়ম নেসা, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনার মাধ্যমে একজন কিশোরীকে অল্প বয়সে বিয়ে দিলে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যু ও ঝুঁকি, শিশুর মৃত্যুঝুঁকি থাকে বলে আমরা বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলবো এবং আমরা নিজেরাও বাল্যবিবাহ করবো না।
