সিরাজগঞ্জের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে এ আসনে সংগীত শিল্পী কনক চাঁপা, বিএনপির নেতা নাজমুল হাসান তালুকদার রানা ও সেলিম রেজা মনোনয়ন প্রত্যাশী।
