গজারিয়ায় বার বার ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন গ্রামে একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

সোমবার রাত ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে ব্যবসায়ী আলম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিকেল পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী বাড়ির মালিক ব্যবসায়ী আলম মিয়া বলেন, “ব্যবসার কাজে আমরা দুই ভাই স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকি। সোমবার বিকেলে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় চলে যাই। বাসায় আমার বৃদ্ধ বাবা ও মা ছিলেন। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।”

তিনি আরো বলেন, “রাত আনুমানিক ২টার দিকে ১৫-২০ সদস্যের একটি ডাকাতদল বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। পরে তারা আমার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।”

স্থানীয় বাসিন্দা এসএম নাসির উদ্দীন বলেন, এলাকায় প্রায় প্রতি রাতেই চুরি-ডাকাতি হচ্ছে। স্থানীয় লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ৯৯৯ থেকে একটি কল পেয়ে এ বিষয়ে জানতে পারি। খবর পাওয়ার পর সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এর আগে, গত রোববার দিনগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল স্বর্ণালংকারসহ প্রায় ৫৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।