জাবি অধ্যাপকের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানি মামলা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশো ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক অনুষ্ঠানে কাজি জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি’র পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জামায়াতের ওই নেতাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন এবং টকশোতে বলেন, জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে।
তার ওই বক্তব্য মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অধ্যাপক জাহিদুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করেছেন এবং আলোকিত বাংলাদেশকে বলেন, ২৫ অক্টোবর গাজি টেলিভিশনের টকশোতে জাবি’র ওই অধ্যাপক জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করায় ওই টকশোর ভিডিও ক্লিপ ও প্রমাণাদিসহ মানহানির মামলা করা হয়েছে।
বিজ্ঞ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি তার আরজি প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন বলে জানিয়েছেন।
