ঠাকুরগাঁওয়ে ৩ আসনে সিপিবির প্রার্থী চূড়ান্ত
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
মনোনীত প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁও-১ আসনে সিপিবি-র জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলী, ঠাকুরগাঁও-২ আসনে হরিপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক সাহাবউদ্দিন আহমেদ এবং ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম।
সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) উদীচী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, ‘কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দু:শাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থি গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিন, বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠন করুন’ প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। জাতীয় সমাবেশ সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী আনোয়ার হোসেন, আবেদ হোসেন, সৈয়দ মিজানুর রহমান, রেজয়ানুল হক রিজু, জেলা কমিটির সদস্য প্রভাত সমীর শাহজাহান আলম, অধ্যাপক সাহাবউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান প্রমুখ।
