শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৫:০৯ | অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।”
অভিযানে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি লাঠি, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লা এলাকায় মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখায়, তার ভয়ে মানুষ আতঙ্কে থাকে। তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি ২০১৭ সালে নাম পরিবর্তন করে সৌদি আরব চলে যান এবং সম্প্রতি দেশে ফেরেন।
বিএনপি নির্বাহী কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার কর্মকাণ্ডের কারণে ২০০১ সালে দল থেকে বহিষ্কার করা হয়। সন্ত্রাসীদের বিএনপিতে কোনো স্থান নেই।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, অভিযানে গ্রেপ্তার করা সাতজনকে থানায় আনা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।
