আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা থানা-পুলিশ নাশকতা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর ও ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার ছেলে সোহাগ আলী (৪২), একই গ্রামের মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (৬০) এবং হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত হাউস আলীর ছেলে শামসুল হক (৪৫)।
থানা সূত্রে জানা গেছে, খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দায়ের করেন খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসিন আলী।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মহাসিন আলীসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
