সিরাজগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আহত জেলের মৃত্যু

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২০:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোহালা নদীতে মাছ ধরার সময় প্রতিপক্ষের মারপিটে আহত জেলে বিমল হালদারের (৬০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি ওই উপজেলার পোতাজিয়া গ্রামের রাউতারা হালদার পাড়া গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে গোহালা নদীতে মাছ ধরতে যায় ওই জেলে। এ সময় নদীতে জাল ফেলা নিয়ে ২ নৌকার জেলেদের মধ্যে কথাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এতে ওই বৃদ্ধের মাথা ফেটে যায়। ওইদিন রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়ি নেয়া হয়। শুক্রবার সকালে সে আবারও অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নেয়ার পথে দুপুরের দিকে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।