নওগাঁয় মনোনয়ন বঞ্চিত জনির পক্ষে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মাছ চত্বর মোড়ে নওগাঁ-মহাদেবপুর সড়কে মহাদেবপুর-বদলগাছী উপজেলা তৃণমূল বিএনপির সাধারণ ভোটার, সমর্থক ও সর্বস্তরের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

এসময় বক্তব্য রাখেন মহাদেবপুর থানা বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী বাবলু, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ইফতেখারুল ইসলাম ইপু, দুলাল হোসেন, স্বপন, মোজাফ্ফর হোসন, সাবেক ভিপি আমজাদ আলী, ছাত্রনেতা মাহাবুব সহ অন্যরা।

পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বক চত্বর মোড়ে উপজেলা বিএনপির পার্টি অফিসে গিয়ে শেষ হয়। এসময় মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মরহুম সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই না করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নটি বাতিল করে যোগ্য প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

এ ব্যাপারে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, আমি কোনো দলের রাজনীতি করিনা। আমি শহীদ জিয়াউর রহমানের পরিবারে বিশ্বাসী ও কর্মী। দল প্রাথমিকভাবে একজনকে মনোনীত করেছে। আমার বিশ্বাস, চূড়ান্ত পর্যায়ে আমি মনোনীত হব। কর্মীরা আমাকে যেভাবে বিগত দিনে সমর্থন করেছিল আগামীতেও তারা আমাকে ভোট দেবে, বিজয়ী হবো ইনশাল্লাহ।

এসময় দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ আসন থেকে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলকে দল থেকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

নওগাঁয় ৬টি আসনের মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন ব্যতীত ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

নওগাঁ-১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনীত প্রার্থী এস.এম রেজাউল ইসলাম রেজু।