ঈশ্বরগঞ্জে মেধার সন্ধানে কিশোর কণ্ঠ বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১:০২ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫’। 

শনিবার (৮ নভেম্বর) চরনিখলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪২২ জন শিক্ষার্থী অত্যন্ত উৎসাহের সঙ্গে এতে অংশ নেয়।

পরীক্ষার আয়োজন করে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলা শাখা। সংগঠনের কর্মকর্তারা জানান, ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল এক উৎসবমুখর পরিবেশ। ছিল পড়াশোনার প্রতি তাদের গভীর আগ্রহ ও উচ্ছ্বাস।

এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকেরা জানান, এই আয়োজনগুলো শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে সহায়ক ভূমিকা পালন করে।

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কর্মকর্তা শওকত আলী বলেন, পরীক্ষার ফলাফল চূড়ান্ত হওয়ার পর নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি দেওয়া হবে। খুব শিগগিরই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হবে।