তাড়াইলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে গণমিছিল
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আসন্ন শনিবার (১৫ নভেম্বর) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলূম মাদরাসা মাঠে জমায়েত হতে থাকেন।
তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের আয়োজনে দুপুর ১২টায় গণমিছিলটি বের হয়ে ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে গণজমায়েত হয়।
তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি ও তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলূম মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা ফয়েজুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মুহাদ্দিস লুৎফুর রহমানের পরিচালনায় গণজমায়েতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইমাম-উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি ও মাদরাসাতুল আতহার দামিহা বাজারের পরিচালক মাওলানা জুবায়ের আহমাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম-উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দীন, জাওয়ার ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়ার শায়খুল হাদীস মুফতি মুসলেহ উদ্দিন, মুহতামিম মাওলানা মুস্তফা হোসাইন, মোজাফরপুর লুৎফিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দীন, গজারিয়া আতহারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক, দিগদাইড় মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, তাড়াইল বাজার সাওতুল হেরা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রউফ, তাড়াইল বাজার বড় মসজিদের খতীব মাওলানা এমদাদুল্লাহ, তাড়াইল উপজেলা জামে মসজিদের খতীব মাওলানা ফরীদুদ্দীন, বোরগাঁও আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহীম ও মাওলানা শাহজাহান।
এছাড়াও তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
