কুড়িগ্রামে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের পদসমূহের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম জেলা ইউনিট।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএসের বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম। এসময় আরও বক্তব্য রাখেন প্রভাষক মো. মমিনুল হক, চন্দন কুমার সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন। তাই দ্রুত ভুক্তভোগী ও অধিকারবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতি দেওয়া হোক।
এর সাথে যোগ করে তারা বলেন, ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শিক্ষকগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
