চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে জেল-জরিমানা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানাধীন গোষ্ঠবিহারে সার মজুদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত সার ব্যবসায়ী শামীম রেজা (২৫)-কে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের পরিচালক চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

রবিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে গোষ্ঠবিহারে এই ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত শামীম রেজা উপজেলার গোষ্ঠবিহার গ্রামের শামসুর রহমান লালটুর ছেলে এবং শামসু ট্রেডার্সের মালিক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে শামীম রেজা যশোরের নওপাড়া থেকে ৪০০ বস্তা সার ক্রয় করে ট্রাকযোগে উপজেলার গোষ্ঠবিহারে আনার সময় এলাকাবাসীর সহযোগিতায় কাগজপত্রবিহীন সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ ও পুলিশ।

এরপর আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জব্দকৃত সারের বৈধ কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু সারের মালিক শামীম রেজা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সারের মালিক শামীম রেজাকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের পরিচালক।

এদিকে আদালত চলাকালীন সময় সার ব্যবসায়ী শামীম রেজার পক্ষের লোকজন স্থানীয় এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসিক ইকবাল জানান, “গত শনিবার দিবাগত রাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গোষ্ঠবিহার সামসু ট্রেডার্সে আসি। এরপর জানতে পারি এলাকাবাসী ৪০০ বস্তা সারসহ ট্রাক আটক করেছে। ট্রাক চালক সারের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সারগুলো জব্দ করি।”

দর্শনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুলতান মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত শামীম রেজাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।