সিলেটে ক্বীনব্রিজের পাশে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫০ | অনলাইন সংস্করণ
জহিরুল ইসলাম মিশু, সিলেট

সিলেটে ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে রোববার বেলা পৌনে একটায় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রিজ এলাকায় আয়োজিত এ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি।
এছাড়া সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে, ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায়, এবং অতীতে সিলেটের চা-বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রিজ এলাকায় ট্রফি উন্মোচন করা হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
