কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
এর পাশাপাশি তিনি মারাত্মক সামাজিক ব্যাধি—মাদক, চোরাচালান ও ধর্ষণের মতো ঘটনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, সারাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা ভালো, এটি ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামে পাসের হার কম। ফলাফল খারাপ হওয়া শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে, যাতে তারা হতাশা থেকে বিপথে না যায়।
বক্তারা আরও উল্লেখ করেন, গত মাসের তুলনায় এ মাসে খুন, চুরি, চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন আনুপাতিক হারে অনেক কমেছে—এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। এজন্য তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সেই সঙ্গে যানজট নিরসনে জেলার ব্যস্ততম সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা কঠোরভাবে মনিটর করে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
