সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২০:১৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ হারেজ শেখের (৬৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের আলোকদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারেজ একই এলাকার চর দীঘলকান্দি গ্রামের মৃত গোলাম আলী শেখের ছেলে।
জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরে উল্লেখিত স্থানে রেল ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই বৃদ্ধ। এ সময় চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
