ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, চালকের মৃত্যু
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ | অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক বা হেলপার জুলহাস (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি রাত ২টা ৪৫ মিনিটে ফুলবাড়িয়ায় পৌঁছায়। পাম্পে তেল নিতে থামলে যাত্রীরা নেমে পড়েন। তবে এক নারী ও তার ছেলে বাসের ভেতরেই ছিলেন। তাদের সঙ্গে চালক বা হেলপার জুলহাসও ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত এসে হঠাৎ করে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে ভেতরে থাকা নারী গুরুতর দগ্ধ হন এবং তার ছেলে অল্পের জন্য প্রাণে বাঁচে। আর ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ও পুলিশ এসে আগুন নেভানোর পর জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আহত নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জুলহাসের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
