বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন মানোন্নয়নে বিতরণ কর্মসূচী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে ছাগি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ১৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে এই ছাগি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন উন্নয়নে উপজেলার ১৫০ জনকে দুটি করে মোট ৩০০টি ছাগি প্রদান করা হয়েছে। ছাগলগুলো যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে কোনো ছাগল অসুস্থ হলে বা মারা গেলে তা পরিবর্তন করে দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, “সরকার এই ছাগিগুলো পালনের জন্য দিয়েছে। কেউ এই ছাগলগুলো বিক্রি করতে পারবেন না বা জবাই করে খেতেও পারবেন না। এগুলো লালন-পালন করে বংশবৃদ্ধি করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।