রংপুরে আ.লীগ ঘোষিত লকডাউনে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার ৩

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৮:১০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ঘোষিত লকডাউনে নাশকতার পরিকল্পনায় ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলায় ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুরের দপ্তর সম্পাদক ডা. এম এইচ শিশির চৌধুরী এবং রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

পীরগাছায় যুবলীগ নেতা, রংপুরের পীরগাছা কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকশির দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আগামী ১৩ নভেম্বর লকডাউন সফল করার লক্ষ্যে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লকডাউন বাস্তবায়নে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নগরীর কামাল কাছনার গুঞ্জন মোড়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী যাদের নামে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।