গোল্ডেন পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন হাবিবুর রহমান

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শুধু বেতনের আশায় লেখাপড়া করাবেন না, মনের থেকে নিজের ছেলে-মেয়ে ভেবে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে লেখাপড়া করান। যাতে প্রতিটি শিক্ষার্থী যেন এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পায়, সেইভাবে আপনারা মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করান। আমি গত বছর এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বলেছিলাম, যারা গোল্ডেন এ প্লাস করবে, যতজনই পাবে, ততজনকেই আমি একটি করে ল্যাপটপ প্রদান করব। তারই ধারাবাহিকতায় একজন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমি কথা রেখেছি, আজ এই শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিয়ে আমি খুব খুশি হয়েছি ওই শিক্ষার্থীর পরিবারের উপর।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আর ঈশ্বরদী-আটঘড়িয়ার মানুষ আমাকে ভোট দিয়ে যদি এমপি বানায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে ঈশ্বরদী-আটঘড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান সহ স্কুলের বিল্ডিং, কিভাবে ডিজিটাল কায়দায় শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার মান আরও বৃদ্ধি করা যায়, সেদিকে আমার প্রথম দৃষ্টি থাকবে।’

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজ বুধবার (১২ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শামিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, চরমিরকামারী ভাষা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, প্রয়াত সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজুর সহধর্মিনী খাদিজা আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চামেলী খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদুসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষকসহ দলীয় নেতৃবৃন্দ।

এ সময় ২০২৫ সালের ঘোষণার অনুযায়ী হাবিবুর রহমান হাবিব গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী লামাইয়া খাতুনকে একটি ল্যাপটপ প্রদান করেন।

এছাড়া কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির ঘোষণার অনুযায়ী চারজন শিক্ষার্থী যথাক্রমে নুসরাত জাহান, সুমাইয়া খাতুন, লামাইয়া খাতুন ও নীরব হোসেনকে এন্ড্রয়েড মোবাইল প্রদান করা হয়।

শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকিকে অভিনন্দন জানান।

সম্মাননা অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করায় অন্যান্য শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার মান আরও এক ধাপ বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় প্রতিযোগিতা আসবে, বলে আগত বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকরা জানান।